কোটা আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতের জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।
রবিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, দেশে যে ঘটনাগুলো ঘটছে, এটা কোন রাজনৈতিক ইস্যু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেছেন, ‘আমাদের অতি বামপন্থিরা এখন জামায়াত শিবিরের লেজুড়বৃত্তি করে, বিএনিপি-জামায়াতের লেজুড়বৃত্তি করে। এরা এখন তাদের একসঙ্গে। প্রকৃতপক্ষে এদের নিজেস্ব কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। তিনি আরও উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলনকরীদের ঘাড়ে চেপেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এই সুযোগ নিয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘আন্দোলনের খরচ এদের কে দেয়? এরা এত টাকা কোথা থেকে পায়?
আন্দোলনকারীরা দেশের সম্মান ধূলিসাৎ করে দিয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি দিনরাত পরিশ্রম করে যে দেশটাকে সম্মানের স্থানে নিয়ে এসেছিলাম, সেটাকে এরা ধূলিসাৎ করেছে। এটাই হচ্ছে আমার সবচেয়ে দুঃখের বিষয়। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকত, দায়িত্ববোধ থাকত-তাহলে এরা এটা করতে পারত না। প্রধানমন্ত্রী বলেন, জনগণের যে সুবিধাগুলো এরা একে একে ধ্বংস করে দিল- কার স্বার্থে এটা তারা করেছে? এটা আমার প্রশ্ন প্রধানমন্ত্রী।
গণভবনে নির্যাতিত নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেত্রীরা।
এ সময় নির্যতিতি নেত্রীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। নেত্রীরা নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের ঘাড়ে চেপেই তো বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা এই সুযোগ পেয়ে গেল। আমার বাবা-মা সবাইকে হত্যা করা হয়েছে। তারপরও এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করেছি। দিনে পর দিন পরিশ্রম করে বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলাম, সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে।