বাংলাদেশের মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত টুইটার পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মোদির করা পোস্ট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই প্রতিবাদ জানান হাসনাত আব্দুল্লাহ।
ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিলো। কিন্তু নরেন্দ্র মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।
তিনি আরো লেখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস হলেও মোদি এই দিনটিকে ভারতের ঐতিহাসিক জয় হিসেবে অ্যাখ্যা দেন।