অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “তার নামে মামলা ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি বিমানবন্দরে ছেড়ে দিতাম, তখন বলা হতো কেন ছেড়ে দেওয়া হলো।”
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের একটি নীতিমালা আছে। কেউ সেই নীতির আওতায় পড়লে তাকে থামানো হবে—এটাই নিয়ম।”
নুসরাত ফারিয়ার মামলার তদন্ত এখনো শেষ হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু প্রকৃত অপরাধী যেন আইনের আওতায় আসে এবং দণ্ডিত হয়, সেটা আমরা নিশ্চিত করব। কোনো নিরীহ ব্যক্তি যেন ভুলবশত শাস্তি না পায়, সেই বিষয়েও আমরা সতর্ক।”
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর বলে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সংস্কৃতি উপদেষ্টা কী বলেছেন, সেটা আমার জানা নেই। তবে মতপ্রকাশের অধিকার সবার আছে, সেটি তার ব্যক্তিগত মতামত।”
প্রসঙ্গত, রোববার (১৮ মে) রাতে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে, যেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরপর তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।