বিয়ের ২৪ দিনের মাথায় স্ত্রী নুসরাত জাহান মাহী (২০) আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছিলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন।
সোমবার (০৬ মে) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে ছাত্রলীগ নেতা জাকিরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী মাহী। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত নুসরাত জাহান মাহী জেলার শাহরাস্তি উপজেলার উনকিলা এলাকার মাহমুদ মোরশেদের মেয়ে।
মাহীর স্বামী জাকির হোসেন বলেন, গত (১৩ এপ্রিল) তাদের বিয়ে হয়। বিয়ের ২৪ দিনের মাথায় আত্মহত্যা করেন স্ত্রী মাহী। স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি । এমন অবস্থায় তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে বিরূপ কিংবা বাজে মন্তব্য করা থেকেও বিরত থাকতে অনুরোধ জনান তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে, এর মাধ্যমে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।