বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ১ থেকে ২ হাজার শিক্ষার্থী ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিংএলাকায় অবস্থান নেয়।
আন্দোলর শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও প্রতিনিধি না আসা পর্যন্ত এই অবরোধ চলমান থাকবে। শিক্ষার্থীদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এই স্থানে আসতে হবে।
ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে গত কয়েক মাসে একাধিকবার রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।