রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবন সিরাজ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সোমবার (০৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুততম সময়ের মধ্যে, মাত্র ১১ মিনিটের ব্যবধানে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে। এরপর একে একে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগে সিরাজ টাওয়ারের নিচতলায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি এখনো।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘আমাদের ১০টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সবাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ভবনজুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। আতঙ্কে অনেকে ভবন থেকে নেমে আসেন। কিছু দোকানপাট ও রেস্তোরাঁর কার্যক্রমও বন্ধ হয়ে যায়।