বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ একাধিকবার বেতন দেওয়ার তারিখ দিলেও তা রক্ষা করেনি। এরই মধ্যে ১১ মার্চ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, যা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরিস্থিতির উত্তরণ না ঘটায় তারা আবারও মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, এর আগেও শ্রমিকরা আন্দোলনে নামলে মালিকপক্ষ ২০ মার্চের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ১২৫০ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও এখনো ২৫০ জন শ্রমিক তাদের প্রাপ্য টাকা পাননি।
গতকাল শ্রমিকরা কাজ বন্ধ রাখার ঘোষণা দিলে মালিকপক্ষ ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় কারখানা বন্ধ ঘোষণা করে। এ নিয়ে বর্তমানে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে।
শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে বলেন, তারা পরিবার নিয়ে চরম সংকটে আছেন। ঈদের আগে বেতন না পেলে তারা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।