বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমো বাসসকে জানান, আজ শুক্রবার এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
এর আগে, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার প্রথম সাক্ষাৎ হয়, যেখানে তারা আন্তরিক কুশল বিনিময় করেন। নৈশভোজের সময় দুই নেতাকে একান্তে দীর্ঘক্ষণ আলোচনায় মগ্ন থাকতে দেখা যায়, যা সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ব্যাংককে ২ এপ্রিল শুরু হওয়া বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন উভয় নেতা। সম্মেলনটি শেষ হবে আজ, ৪ এপ্রিল।
এই বৈঠককে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছে, বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্ভাব্য আলোচনা নিয়ে।