ব্যারিস্টার সুমন শপথ পাঠ করেই বিমানবন্দরে ছুটে গেলেন। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছিলেন নির্বাচিত হলে প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকবেন। এমন কথা শুধু মুখে বলা নয়, হৃদয় থেকেই যে তিনি বলেছিলেন তার প্রমাণ রাখলেন।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সংসদ ভবনে এমপি হিসেবে শপথ নেওয়ার পরই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যান। পরে সেখানে এক দুবাইপ্রবাসীকে জিজ্ঞাসা করেন যাত্রাপথে তাঁর কী সমস্যা হয়েছে। বিমানে আসা ওই যাত্রীর বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন।
ব্যারিস্টার সুমন ওই প্রবাসী যাত্রীকে স্যালুট করে বলেন, আপনাদের কষ্টে অর্জিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিপদে-আপদে আপনাদের পাশে থাকা এবং সম্মান জানানো আমাদের দায়িত্ব।
পরবর্তীতে তিনি ছুটে যান তাঁর কর্মক্ষেত্র হাইকোর্টে। সেখানে সহকর্মীরা তাঁকে পেয়ে আনন্দ-উল্লাস করেন। প্রবাসীদের দেওয়া কথা রাখতে গিয়েই তিনি শপথ পাঠ করে ছুটে যান বিমানবন্দরে। সেখান থেকে উচ্চ আদালতে। পরে নির্বাচনী এলাকায় গিয়ে সকলের সাথে দেখা-সাক্ষাৎ করেছেন।