ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেড়তলা উপজেলার শোনাইসার গ্রামের মৃত মো: আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের মো: আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ যাত্রী নিহতর বিষয়ে রসরাইল খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, শনিবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ থেকে ১টি ট্রাক সরাইলের বিশ্বরোড যাওয়ার সময় বেড়তলা এলাকার ১টি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মো: আব্দুর রহমানের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আহত ২ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো: ইকবাল নামে আরো ১ জনের মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি সে পালিয়েছে। নিহত ২ জনের মরদেহ ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে।