ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরুল ইসলাম নামের আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের ওবায়দুর খানের ছেলে রবিউল খান (৫০) ও মো: হুমায়ুন খান (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে তারা দুই-ভাই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। পথে মধ্যে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় আসলে একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে মোটরসাইকেলটি।
এতে ঘটনাস্থলেই রবিউল নিহত হন। গুরতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে হুমায়ুন মারা যান। আহত মনিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার সার্নাল জানান, পুলিশ ঘটনাস্থল এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।