ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দল। এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এই আসরের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ধরে রাখলো টাইগাররা।
এর আগের এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ যুব দল।
রবিবার (০৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ যুব দল। টাইগারা আগে ব্যাট করে ১৯৮ রানেই অলআউট হয়ে যায়। টার্গেট তাড়া করতে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারত।