বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত নেওয়ার দায়িত্ব ভারতেরই—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, “পুশ ইন” ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই, নিয়মের বাইরে যেন কিছু না ঘটে। ভারতীয় নাগরিকদের তাদের দেশেই ফিরিয়ে নিতে হবে।’
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময় যেসব দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, সেগুলোর কিছু বিষয় পুনর্বিবেচনা করা হচ্ছে। স্থল বাণিজ্য সংক্রান্ত কিছু বিধিনিষেধ আরোপ নিয়েও দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নিজেই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছেন। খুব শিগগিরই তাঁর দায়িত্বে পরিবর্তন আসছে।
এ ছাড়া প্রতিমন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বেও রদবদল আসতে পারে বলে ইঙ্গিত দেন তৌহিদ হোসেন।