সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দেশের সকল ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে, কয়েক দিনের মধ্যেই আপনারা ফলাফল দেখতে পাবেন। তিনি আরও বলেন, বিদেশিদের সকল অপপ্রচার আমরা সম্প্রীতি দিয়ে জয় করব।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট ছিল, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সে দেশে ছেড়ে পালিয়েছে, এই স্বীকৃতি সবার আগে ভারতকে দিতে হবে। শেখ হাসিনার গণ-হত্যার স্বীকৃতিও ভারতকে দিতে হবে। তারপর ভারতের সঙ্গে আলাপ আলোচনা হবে।