ভারত এর কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিক চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের ২টি ফিশিং ভেসেলও ভারত থেকে ফেরত এসেছে।
গত রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে, ৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় ২টি ট্রলারসহ ৭৮ জেলে ও নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ২টি ট্রলারসহ তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ এবং নৌপরিবহন অধিদফতর নিশ্চিত করেছিলো।
আটক নৌযান ২টি হলো ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। এফভি লায়লা-২ ট্রলারটি ‘এস আর ফিশিং’ নামের প্রতিষ্ঠানের। আর এফভি মেঘনা-৫ ট্রলারটি ‘সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেড’ এর মালিকানাধীন।
ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে তাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এরপর তাদের নিয়ে যাওয়া হয় উড়িষ্যার প্যারাদ্বীপে। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে আটক তাদেরকে কারাগারে রাখা হয়।
এছাড়াও গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরে ডুবে যায়। ওই ট্রলারে থাকা ১২ জন বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকেও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়।