ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে অন্তর্বর্তী সরকার। এতে মোট খরচ হবে ২৭৪ কোটি ২০ হাজার টাকা। বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অন্তর্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের নিটক থেকে প্যাকেজ-৪ এর আওতায় মোট ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
নন বাসমতি সিদ্ধ চালে প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪৫৬.৬৭ মার্কিন ডলার। এতে সরকারের মোট খরচ হবে ২৭৪ কোটি ২০ হাজার টাকা। অন্তর্বতী সরকারেরর খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।