ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরিই বলেন, ‘ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।’
শনিবার (০৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. ইউনূসের একটি বক্তব্যকে উল্লেখ করে হাসনাত বলেন, “তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি না, সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আমি বলি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা—আপনারা না।”
তিনি আরও বলেন, “যে দাবিগুলো নিয়ে আজকের এই জমায়েত, তা আমাদের জন্য লজ্জার। দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরও আমরা একই জায়গায় দাঁড়িয়ে। ৫ আগস্টই জনগণ শেখ হাসিনার রাজনীতিকে রেড কার্ড দেখিয়েছে।”
আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এই দলটি একসময় বায়তুল মোকাররমের সামনে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়েছিল। তারা আবারো পুনর্বাসিত হবে, এমন বাংলাদেশ আমরা হতে দেব না।”
তার ভাষায়, “৫ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি—এই ভূখণ্ডে আওয়ামী লীগ আর ফিরবে না। এই দলের রাজনৈতিক পরিচয় নেই। তারা কসাইতন্ত্র কায়েম করেছিল, বাকশাল চালু করে গণতন্ত্র হত্যা করেছিল।”
এনসিপি নেতা হাসনাত আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ ১৯৭৪ সালে দুর্নীতির মাধ্যমে ভয়াবহ দুর্ভিক্ষের জন্ম দিয়েছিল, যাতে প্রাণ হারায় ১৫ লাখ মানুষ। তারা গণহত্যাকারী দল, সন্ত্রাসী সংগঠন। এদের নিষিদ্ধ করতেই হবে।”
তিনি বলেন, “যদি প্রয়োজন হয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন করে আমরা শেখ হাসিনার বিচারের দাবি আদায় করব।”
মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা, যাঁদের মধ্যে ছিলেন মাহমুদুর হাসান কাশেমী, আহমেদ কাশেমী, মামুনুল হক প্রমুখ।