ভূমিকম্পে আতঙ্কিত হয়েছে চলচ্চিত্র তারকারাও। দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ২০২৩ সালে দেশের ভেতর উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে আজকের ভূমিকম্পটি সর্বোচ্চ মাত্রার ছিল। এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খোজঁ খবরও পাওয়া না গেলেও ভূমিকম্পে আতঙ্কিত হয়েছে সারাদেশে।
ভূমিকম্পের পর নেট দুনিয়াতে তাৎক্ষণিকভাবে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন অনেকেই। চলচ্চিত্র জগতের অনেক তারকাই এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নিজেদের অনুভূতি শেয়ার করে পোস্ট করেছেন অনেকেই।
জনপ্রিয় অভিনেতা জায়েদ খান এক পোস্টে লিখেছেন, কী ভয়ংকর ভূমিকম্প। জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লিখেছেন, এত বড় ভূমিকম্প আমি এর আগে কখনো অনুভব করিনি।আল্লাহ সবাইকে হেফাজত করুন। কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, আজ যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর মজা করার মতো থাকলো না, তাই না।
আরেক কণ্ঠশিল্পী রন্টি দাস লিখেছেন, হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ। সঙ্গীত শিল্পী লুৎফর হাসান লিখেছেন, ভূমিকম্পটা মোটেও সহজ ছিল না। ভূমিকম্প তামাশার বিষয় না কেউ এই বিষয় নিয়ে তামাশা কইরেন না। । জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, প্রচণ্ড ভূমিকম্প হয়েছে আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন….।
জানা গেছে, গত ২০ বছরের মধ্যেই আজকের ভূমিকম্প এটি সর্বোচ্চ মাত্রার ছিল। দেশের ভূমিকম্প গবেষকরা বলেন, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ২৭ জুলাই রাঙ্গামাটির বরকোল উপজেলায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ভূমিকম্পের প্রবল দুলুনিতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে সড়কে নেমে আসেন।