ভোট কিনতে ব্যর্থ হয়ে মো: বাহাদুর আলী (৫০) নামে এক ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর। সোমবার (২০ মে) রাতে বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বুধবার (২২ মে) দুপুরের দিকে বাহাদুর আলী বাদি হয়ে আনারস প্রতীকের ৮ কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাহাদুর আলী ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের মো: সমতুল্লাহর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে মাঠে ভোট প্রার্থনা করছেন বিশ্বহরিগাছা গ্রামের মো: মিলন শেখ, বিপ্লব সরকার, মো: মিল্টন আজিজ সহ ৮ জন।
তারা সোমবার রাত ৯টার দিকে বিশ্বহরিগাছা বাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থীর হয়ে ভোট চাওয়ার একপর্যায়ে বাহাদুর আলীকে ১ হাজার টাকা ও ১ প্যাকেট সিগারেট দিয়ে তাদের প্রার্থীকে ভোট দিতে বলে। কিন্ত ওই প্রার্থীকে ভোট দিতে অস্বীকার করায় তারা বাহাদুর আলীকে বেধড়ক-মারপিট করে।
ভোট কিনতে ব্যর্থ হয়ে ভোটারকে মারধরের বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সৈকত হাসান জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী বুধবার (৫ জুন) ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।