ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় মো: হাসনাইন (৭) ও মো: আব্দুল জব্বার (৫৫) নামে দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন পথচারী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগন ৩টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে। রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার চরফ্যাশন সড়কের নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাসানাইন লালমোহন পৌরঃ ৫নং ওয়ার্ডের মো: ভূট্টুর ছেলে ও আব্দুল জব্বার পৌরঃ ৯নং ওয়ার্ডের মো: করিম আলীর ছেলে।
ঘটনাস্থল থেকে জানা যায়, একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায়পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চারজন পথচারীকে চাপা দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসনাইন ও জব্বারকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহতদের ভোলা ও বরিশালে পাঠানো হয়।
এসময় দুর্ঘটনায় ২জন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ৩টি বাস ভাঙচুর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলায় যাত্রীবাহী বাস চাপার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেছেন। বাসের চালক হেলপার কাউকে পাওয়া যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।