প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শতাধিক পণ্য এবং সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে।
এসব ট্যাক্সের টাকা দেশের উন্নয়নের কাজে ব্যয় হবে। তবে এসকল পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপরে তেমন প্রভাব পড়বে না।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস বিফ্রিংয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি জানান, এতদিন যাবৎ মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হতো। তবে এটি এখন বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। যার ফলে মোবাইলফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচও বাড়বে।