বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর বিষয় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য বাংলাদেশের প্রতি হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অবিলম্বে মমতার এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সোমবার (০২ ডিসেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে মুঠোফোনে দেশের গণমাধ্যমের নিকট দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না । মমতা বাংলাদেশ নিয়ে যে ধরণের বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি একটি হুমকিস্বরূপ এবং আমরা মনে করি, এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই ধরনের কোনও চিন্তা ভাবনা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত হবে না। কারণ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটি বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এই দেশের মানুষ যেকোনো মূল্যে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
উল্লেখ্য, সোমবার (০২ ডিসেম্বর) সকালে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন।