ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া ১টি ভিডিও দেখা গেছে, কালো বোরকা পড়া একজন নারী রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই নারী ও শিশু মারা যায়।
ময়মনসিংহে কোলের শিশু ও নারীর মৃত্যুর বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ১টি লোকাল ট্রেন সানকিপাড়া এলাকায় পৌঁছাতেই এক নারী ও ছেলে শিশু (২) ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ আসেনি। নিহতরা মা-ছেলে কিনা এখনো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। তাদের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।