নেত্রকোনা জেলার কলমাকান্দায় হাওর এলাকায় দুর্গাপূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার হরিনধরা গ্রামে নৌকা দিয়ে এক পাড়া থেকে আরেক পাড়ায় মন্দিরে হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হরিনধরা গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮) ও একই গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে অমিত তালুকদার (৭)।
জানা গেছে, কলমাকান্দা উপজেলার হরিনধরা গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া নৌকা দিয়ে যেতে হয়। দুর্গাপূজার অষ্টমিতে অঞ্জলি দিতে পূর্বপাড়া থেকে ৬ জন নৌকা দিয়ে পশ্চিমপাড়া যাওয়ার সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
এ সময় ৪ জন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও বাকি ২ জন পনিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে সেখান চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষটি নিশ্চিত করে কলমাকান্দা থানার ফিরোজ হোসেন জানিয়েছেন, একে তো হাওর এলাকা অন্যদিকে আবার খালও রয়েছে। বন্যায় হাওর খাল এক হয়ে যাওয়ায় বোঝা যায়নি। দুই পড়ার লোকজন নৌকায় পারাপার হয় সব সময়। আজও নৌকায় করে ৬ জন পাশের পাড়ার মন্দিরে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ৪ জন পাড়ে উঠে গেলেও এক শিশু ও এক তরুণী উঠতে পারেনি।