মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় মো: হাবিবুল্লাহ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোরে জয়পুরহাট সদর উপজেলার হিচমি-পুরনাপৈল বাইপাস সড়কের বামনপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত হাবিবুল্লাহ (৮০) উপজেলার বামনপুর চারমাথা দত্তপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, বৃদ্ধ হাবিবুল্লাহ প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। এরপর মসজিদ থেকে নামাজ শেষে বামনপুর চারমাথা এলাকায় একটি চায়ের দোকানে চা খেয়ে বাইপাস সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় পথেমধ্যে ২টি নৈশ বাসের মুখোমুখি সংঘর্ষে চাপায় পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধ হাবিবুল্লাহর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবীর জানান, নিহত বৃদ্ধার পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দোষী বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।