রাজধানীর তেজগাঁও তিব্বত মোড়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে তীব্র উত্তেজনার মধ্যে তারা তিব্বত মোড়ের প্রধান সড়কে অবস্থান নেন। এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মহানবী হজরত মুহাম্মদ(সা.)-কে নিয়ে ‘আজেবাজে ও কটূক্তিকর’ মন্তব্য করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি করছেন। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না হুশিয়ারি দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শামীমুর রহমান বলেন, ‘কোহিনূর কেমিক্যালের এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে শ্রমিকরা বিক্ষোভ করছেন। ইতোমধ্যে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। তবে শ্রমিকদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি।’
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ বিকেল পৌনে ৫টা পর্যন্ত শ্রমিকরা রাস্তায় অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সদস্যদেরও অবস্থান দেখা যায় ।
এ বিষয়ে কোহিনূর কেমিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।