বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকা। বুধবার (২৩ জুলাই) সকাল থেকে স্কুলটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক ও অভিভাবকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রতিষ্ঠানের মূল ফটকের ভেতর থেকে তালা লাগানো। নিরাপত্তাকর্মীরা ভেতরেই অবস্থান করছেন, পাশে রয়েছেন পুলিশের কয়েকজন সদস্য। বাইরে অপেক্ষায় গণমাধ্যমকর্মী, অভিভাবক ও সাধারণ মানুষ। কারও কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

নিরাপত্তাকর্মীদের একজন জানায়, “স্কুল কর্তৃপক্ষের নির্দেশে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।”
উত্তরা থেকে স্কুল দেখতে এসেছেন অভিভাবকের সঙ্গে নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি বলেন, “বিমান বিধ্বস্ত হওয়ার সময় আমি ঢাকার বাইরে ছিলাম। ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। গতকাল রাতে ফিরেছি, তাই আজ স্কুল দেখতে এলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।”
স্কুলের বাইরে এখনও সাধারণ মানুষের ভিড়। আশপাশে উৎসুক জনতাও দাঁড়িয়ে আছে। তবে প্রতিষ্ঠানের তরফ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।