মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের মামলারয় আগামী ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই আদেশ বাস্তাবায়ন করতে বলা হয়েছে।
রবিবার (০৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এদিকে, গতকাল সকালে এ ঘটনায় বাদী হয়ে একটি মামলা দয়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, মেয়ের স্বামীর (মেয়ে জামাই) সহায়তায় তার বাবা (মেয়ের শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা করে তারা।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)–এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে শিশুটিকে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পুলিশের হেফাজতে রয়েছে।