মাগুরার শ্রীপুরে সাকিবের পক্ষে আনন্দ মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা করা হয়েছে। সাকিবের সমর্থনে আনন্দ মিছিল বের করায় সমর্থক মো: গোলাম মোরশেদ টুকু (৪৫)কে হাতুড়িপেটার করেছে দুর্বৃত্তরা। রোবিবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ হামলা চালানো হয়।
আহত ব্যাক্তি বড় উদাস গ্রামের কেরামত আলীর ছেলে গোলাম মোরশেদ টুকু (৪৫) গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী টুকু জানান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোল আব্দুল হালিম মোল্যা তাকে আগামী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলে মনে করেন। ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে পারে সেই আশঙ্কায় আনন্দ মিছিলের অজুহাতে তার ওপরে এমন হামলা করা করা হয়।
প্রতিপক্ষ হালিম চেয়ারম্যানের সমর্থক টুলু মিয়ার ছেলে জিনারুল (৩৫) মো: হানিফ মিয়ার ছেলে রিজভী (৩২) ও শিমুল (৩৮) মোফাজ্জেল মণ্ডলের ছেলে বাদশা (৩৮) শহীদ মিয়ার দুই ছেলে রুবেল(৩২) ও সোহেল (৩৫)সহ ৮/১০ জন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে ধারাল অস্ত্র লোহার রড, ও লোহার হাতুড়ি দিয়ে ডান ও বাম পায়ে, ঘাড়ে-পিটে আঘাত করে মারাত্বক ভাবে আহত করে। পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসহাতালে ভর্তি করেন।
তবে এ ঘটনায় গয়েশপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা জানান, আমি আমার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি। এলাকা থেকে এ ঘটনা ফোনে আমাকে জানিয়েছে যে, তার লোকজন নাকি টুকুর ওপরে হামলা করেছে। অবশ্যই এটা তারা অপরাধ করেছে। তবে আইনিগতভাবে এর বিচার করা হবে।
মাগুরার শ্রীপুরে এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, সংবাদ শুনার পরপরই ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত আছে। আহতের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।