মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে মো: মশিয়ার রহমান (৪০) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে যশোরের মনিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো: মশিয়ার রহমান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের টানা ২ বারের ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে মশিয়ার মেম্বারের একটি মাছের ঘের আছে। গতকাল রাত ৯টায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মশিয়ার ঘেরপাড়ের সবজি গাছে পানি দিতে যান। পরে মাছের ঘেরে বৈদ্যুতিক সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান তিনি। এ সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন
এ ব্যাপারে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের অনুরোধে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে