মাদারীপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকসহ ৪ জনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার হাজিরহাওলা গ্রামের মো: আতিকুর রহমান জমাদ্দারের ছেলে মো: হৃদয় জমাদ্দার (২৩) এবং ঝাউদি এলাকার মজিবর শেখের ছেলে মো: রিফাত ইসলাম (২৪)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল জমাদ্দার হাসপাতালে আসেন। এ সময় অন্য কাজ থাকার কারণে ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ড বয় মো: সামচুর রহমান (৫৫)।
এতে ক্ষিপ্ত হয়ে সাইফুলের সাথে থাকা তার ভাই মো: হৃদয় জরুরি বিভাগের ডাক্তার মো: সালমান চৌধুরীর ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে ওয়ার্ড বয় সামচুর রহমান, ট্রলি বয় মো: হালান বেপারী (২৮) ও আকাশ সরদার (২০) এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে অভিযুক্ত হৃদয় ও তার লোকজন।
মাদারীপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় চিকিৎসকসহ ৪ জনের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, হাসপাতালে স্টাফদের ওপর হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।