মাদারীপুরে একটি শপিং কমপ্লেক্স থেকে এক নারীর ব্যাগ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলার লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই তিন নারী ছিনতাইকারীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, মোছা: পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।
জনা গেছে, উপজেরার লন্ডন শপিং কমপ্লেক্সে মার্কেট করতে আসা এক নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন নারী ছিনতাইকারী। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে হাতে-নাতে আটক করে কালকিনি থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
মাদারীপুরে তিন নারী ছিনতাইকারী আটক বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, লন্ডন শপিং কমপ্লেক্সে থেকে তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।