মাদারীপুরে মাহিন্দ্রার ধাক্কায় এক যুবক নিহত হওয়ায় প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মাদারীপুরের কালকিনিতে অবৈধ মাহিন্দ্রা ধাক্কায় মোটরসাইকেল চালক মো: নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা এবং স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে ওই মাহিন্দ্রটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
নিহত নেছার উদ্দিন পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের মো: আব্দুল কাদের হাওলাদারের ছেলে। রবিবার (২৮ জানুয়ারি) সকালে কালকিনি থেকে ভুরঘাটাগমী সড়কের দক্ষিণ রাজদী গ্রামের কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ ও সড়ক অবরোধকারীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান থানা পুলিশ। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালে নেছার উদ্দিন মোটরসাইকেলযোগে মাদারীপুর আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি কাঠেরপোল নামক স্থানে পৌঁছালে ১টি মাহিন্দ্রা এসে পেছন থেকে নেছার উদ্দিনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছার উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে এবং ওই ঘাতক মাহিন্দ্রাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং সড়ক অবরোধকারীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মাদারীপুরে মাহিন্দ্রার ধাক্কায় নিহতের বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: আলাউল হাসান জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ায় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন স্থানীয়রা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় কমপক্ষে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হয়।