মানিকগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের সাথে ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে গর্ভবর্তী হওয়ার পরে প্রেমিক বিষয়টি অস্বীকার করলে ওই ছত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে রাত ৯টার দিকে কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসেন পুলিশ।
নিহত আফরোজা আক্তার উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের মো: আজগর আলীর মেয়ে। মৃত কিশোরী গড়পাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাড়ির মো: মকুল মিয়ার ছেলে সাব্বির হোসেনের (১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিল আফরোজার। গেল ২ মাস আগে বাড়িতে রাতের বেলায় সাব্বির ও আফরোজাকে এক কক্ষে সন্দেহজনক ভাবে দেখতে পায় তার পরিবারের লোকজন। সে সময় মানসম্মানের ভয়ে কাউকে কিছু জানায়নি তার পরিবার।
২দিন আগে পার্শ্ববতী বাড়ির ৮ বছরের শিশুকে দিয়ে আফরোজা প্রেগনেন্সির টেস্ট কিট সাব্বিরের কাছে পাঠায়। এই বিষয়টি দেখতে পান পাশের বাড়ির এক গৃহবধু। সে এই বিষয়টি তার পরিবারের কাছে জানান।
তখন পরিবারের লোকজন আফরোজাকে জিজ্ঞেস করলে সে বলে সাব্বিরের সাথে তার ১ বছর ধরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আফরোজা ২ মাসের গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে কলেজ পড়ুয়া ছাত্র সাব্বির আফরোজার সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করলে হতাশাগ্রস্থ্য হয়ে আফরোজা আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে সাব্বির পলাতক রয়েছে।
মানিকগঞ্জে ৭ম শ্রেণির ছত্রীর আত্মহত্যার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিল হোসেন জানান, এই বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। আফরোজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।