সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

মায়ের লাশ দেখতে ইতালি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

বিশেষ সংবাদ

মায়ের লাশ দেখা হলো না ইতালি প্রবাসী ছেলের। শেষবারের মতো মাকে দেখতে ইতালি থেকে বাংলাদেশে এসেছিলেন ছেলে মো: শাহ আলম। বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় প্রবাসী ছেলের প্রাণ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কে নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনি এবং তার ছোট বোনজামাই নিহত হন। গুরুতর আহত হন নিহতের ভাগ্নে সাব্বির।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকার মো: শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে মো: শাহ আলম (৬২) এবং একই এলাকার মো: শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোনজামাই মো: সেলিম মিয়া (৪৫)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর খবর শুনে ব্রাহ্মণবাড়িয়া এলাকার ইতালী প্রবাসী ছেলে শাহ আলম (৬২) বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসতে ছোট বোনজামাই সেলিম ও তার ভাগ্নে মো: সাব্বির সকালে একটি নোয়াহ্ মাইক্রোবাস নিয়ে এয়ারপোর্টে যায়। সেখান থেকে প্রবাসী শাহ আলমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ১টি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ৩ জন গুরুতর আহত হয়। পরে ফায়রা সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিম মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে বেঁচে যাওয়া নিহতের ভাগ্নে সাজেদুর রহমান সাব্বির জানান, দুর্ঘটনায় আমার মামা ও খালু ২ জন মারা যায়। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে আমার নানি ও ইতালি প্রবাসী শাহ আলমের মা মারা যান।

বৃহস্পতিবার দুপুরে তার জানাজা ছিলো। এ খবর পেয়ে রাতের ফ্লাইটে মামা শাহ আলম বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার তাকে শাহজালাল এয়ারপোর্ট থেকে আনতে যাই। সেখান থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।

মায়ের লাশ দেখতে ইতালি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর বিষয়ে নরসিংদী ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: আরিফ বলেন, দুর্ঘটনার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে ২টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক...

জনপ্রিয়

অপরাধ

গাজা যুদ্ধের উত্তাপে আকস্মিক সফরে ওয়াশিংটনে নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযান ও হামাসের পাল্টা রকেট হামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আকস্মিক সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে...

তীব্র গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন?

ঋতুর হিসাবে এখনো বসন্তকাল হলেও, বাইরের প্রখর রোদে সেটা বোঝার কোনো উপায় নেই! তীব্র গরমে যেমন শরীরে পানিশূন্যতা, ত্বকের ক্ষতি কিংবা হিটস্ট্রোকের আশঙ্কা থাকে,...

গাজা যুদ্ধের উত্তাপে আকস্মিক সফরে ওয়াশিংটনে নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযান ও হামাসের পাল্টা রকেট হামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আকস্মিক সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী...

তীব্র গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন?

ঋতুর হিসাবে এখনো বসন্তকাল হলেও, বাইরের প্রখর রোদে সেটা বোঝার কোনো উপায় নেই! তীব্র গরমে যেমন শরীরে পানিশূন্যতা,...

সাংবাদিক হীরার ওপর হামলার অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় ব্যক্তিগত অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির...