স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ কয়েকজন গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসা ব্যক্তিরা কেউই জঙ্গি নন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, “মালয়েশিয়ার পুলিশপ্রধান যাদের নিয়ে কথা বলেছেন, সেই পাঁচজন এখনো দেশে ফেরেননি। এ নিয়ে সরকারিভাবে যোগাযোগ চলছে। যাঁরা দেশে এসেছেন, তাদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি প্রেস রিলিজ দিয়েছে, তারা কেউ জঙ্গি নয়।”
এ সময় বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই জানিয়ে তিনি বলেন, “সবার সহযোগিতায় দেশে জঙ্গিবাদ নির্মূল করা গেছে। মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। গত ১০ মাসে কোনো ধরনের জঙ্গি তৎপরতা বা ঘটনা নেই, সুতরাং মিডিয়াও কিছু প্রকাশ করতে পারেনি। এটা প্রমাণ করে দেশে এখন জঙ্গিবাদ নেই।”
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা যৌথভাবে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, “কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করা হচ্ছে। কিছুদিন আগের এনবিআর-সংক্রান্ত সমস্যার কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছিল, যার ফলে রপ্তানিকারকদের আর্থিক ক্ষতিও হয়।”
তিনি জানান, দেশের রপ্তানি বেড়ে যাওয়ায় কার্গো ভিলেজের কোল্ড স্টোরেজ বড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।