জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট-এর অন্তরা চরিত্র দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী ফারিয়া শাহরিন আবারও আলোচনায়। মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে তার মন্তব্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া বলেন, মিডিয়ায় কম কাজ করেও অর্থবিত্তের মালিক হওয়া অসম্ভব নয়—তবে তার পেছনে কিছু ‘অপ্রকাশ্য সূত্র’ থাকতে পারে। তার ভাষায়, “কম কাজ করেও মিডিয়ায় টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে।”
তিনি আরও বলেন, “আমি খুব বেশি কাজ করিনি। বাংলো বা ব্যক্তিগত গাড়ির মালিকও নই। আমার কোনো সুগার ড্যাডি ছিল না, ভবিষ্যতেও থাকার সম্ভাবনা নেই। সারাজীবন বাবার গাড়িতে চলেছি, এখনো তাই। নিজের কোনো সম্পদ নেই, কারণ সবকিছুই আমি সততার সঙ্গে করতে চেয়েছি।”
নতুন করে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর শুটিংয়ে যোগ দিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। জনপ্রিয় এই ধারাবাহিকের আগের চারটি সিজনে ‘অন্তরা’ চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন ফারিয়া।

তবে আলোচনার কেন্দ্রে এসেছে তার সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন—শোবিজে টিকে থাকার নামে অনেকেই নৈতিকতার বাইরে চলে যাচ্ছেন। তার বক্তব্যে বাস্তবতা যেমন উঠে এসেছে, তেমনি বিতর্কও তৈরি হয়েছে।
সামাজিক মাধ্যমে অনেকেই ফারিয়ার এই খোলামেলা বক্তব্যকে ‘সাহসী’ আখ্যা দিয়েছেন। কেউ কেউ বলছেন, এই ইন্ডাস্ট্রির অন্ধকার দিক প্রকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।