চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুই ঘটনায় সাবিহা তাসনিম (২) ও আড়াই বছর বয়সী ইয়াফি নামের দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকার জনার্দ্দনপুর গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরে ডুবে শিশু সাবিহার মৃত্যু হয়।
নিহত শিশু সাবিহা তাসনিম মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের একমাত্র কন্যা।
নিহত শিশুর চাচা ইকবাল হোসেন জানান, গতকাল দুপুরে সবাই ঘরে খাবার খেতে বসলে সাবিহাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামে প্রবাসী মো: ইমরান হোসেনের মেয়ে ইয়াফি ঘরের পাশের পুকুরে ডুবে পড়ে মারা যায়।
নিহত শিশু ইয়াফির প্রতিবেশী হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বাসায় ইয়াফিকে দেখতে না পেয়ে সবাই তাকে খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে ইয়াফিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়া ধর বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়।