নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, তার শত শত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
জেলগেট থেকে বেরিয়ে আসার মুহূর্তেই দেখা যায়, হাত উঁচিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নাড়ছেন জাকির খান। তখনই শুরু হয় বিজয়ের শোভাযাত্রা—গাড়িতে চড়ে পুরো শহরজুড়ে এক উচ্ছ্বাসময় শোডাউন।
কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী জাকির খানকে মুক্তি দেওয়া হয়।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল, যার মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
জেলমুক্তির এই দিনটি শুধু জাকির খানের জন্য নয়, তার অনুসারীদের জন্যও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে যেখানে অপেক্ষা, বিশ্বাস ও অবশেষে বিজয়ের গল্প জড়িয়ে রয়েছে।