মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে সংঘর্ষ চলছে। এ ঘটনায় ৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ভুক্তভোগীরা ঢাকা থেকে চট্টগ্রামগমী মহাসড়ক অবরোধ করেন। এ সময় ভুক্তভোগীরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের নানা অনিয়মের তথ্য তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্লোগান দেন। এতে মহাসড়কের দু’পাশের সড়কে প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। যানজটে সড়কে আটকে থাকা যানবাহন চালক এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আল ফারুকসহ প্রশাসনের কর্মকর্তারা এবং মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: থান্দার খায়রুল হাসান। তাদের আশ্বাসে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় সংঘর্ষে ৭ পুলিশ আহতের বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজীব খান জানান, বিক্ষোভকারীদের ইট-পাটকেলের আঘাতে ৭ জন পুলিশ সদস্য গুরুতরে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি।