মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মো: ইব্রাহিম সরকার (৫৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে চালক মাহাবুবও (২৮) আহত হয়েছেন। বুধবার (০৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সরকার উপজেলার ভিটিকান্দি এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। আহত মাহাবুব ওই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দী এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।