মুন্সীগঞ্জে পুকুরের মাটি খননকালে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মে) দুপুর ১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের পুকুরের মাটি খননকালে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্থে ১৭ ইঞ্চি।।
মুন্সীগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি রিতু বলেন, উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের একটি পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা। পরে দুপুর ১টার দিকে শ্রমিকরা মাটি খনন করার সময় ওই মূর্তিটি দেখতে পান।
এরপর শ্রমিকরা পুকুরের মালিক সোহেল শেখকে বিষয়টি জানালে তিনি মূর্তি পাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনক জানান। পরে ঘটনাস্থলে গিয়ে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মূর্তিটি টঙ্গীবাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা উপজেলা নির্বাচনের কাজে ব্যস্ত আছি। এই কারণে ওজন দৈর্ঘ্য ও প্রস্থ মাপা হয়নি। তবে আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি ওজন হবে মূর্তিটির। মূর্তিটি ট্রেজারিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।