মুন্সীগঞ্জ সদরে শ্বশুরবাড়ি থেকে সামিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত সামিয়া আক্তার মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জননগর এলাকার মালেশিয়া প্রবাসী কামাল বেপারী স্ত্রী।
নিহত সামিয়ার মা শিরিনা বেগম বলেন, খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখি আমার মেয়ে অন্ধকার ঘরে পড়ে আছে। তার আশেপাশে কেউ নেই। আমার মেয়ে সামিয়াকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করে তাল লাশ ফেলে রেখে গেছে তার শাশুড়ি ও ভাসুর। সামিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিভিন্ন সময় সামিয়ার পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করতো তার শ্বশুর বাড়ির লোকজন। সামিয়ার স্বামী মালেশিয়ায় থাকে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিহতের পরিবার দাবি করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সজিব দে জানান, নিহতের মরদেহ ল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।