মুন্সীগঞ্জ সদরে রামপালে নামের এক কৃষকের নিকট থেকে প্রায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার খানকা দালালপাড়া এলাকার রামপাল নামের এক কৃষকের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জমির মালিক মৃত আফছান দেওয়ানের ছেলে মো: রিপন জানান, গত বুধবার (১০ এপ্রিল) সদর উপজেলার খানকা দালালপাড়া এলাকায় তাদের নিজ ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ বিষ্ণু মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে আত্মসাতের উদ্দেশ্যে মুর্তিটি বাসায় রেখে দেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ভয় পেয়ে ওই কৃষক থানায় খবর দেন। পরে পুলিশ রামপালের কাছে থেকে মুর্তিটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারের বিষয়ে হাতিমারা থানার (তদন্ত) উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের নিকট মূর্তিটি হস্তান্তর করা হবে।