মোটরসাইকেল দুর্ঘটনায় মো: শাকিল হাসান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার শাহজালাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো: শাকিল হাসান উপজেলার বিনোদটঙ্গী এলাকার মো: শফি মিয়ার ছেলে। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাকিল মহিষবাথান বাজারের তাঁর বাবার কাপড়ের দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে শাহজালাল মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে গুরতর আহত অবস্থায় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।