মৌলভীবাজারে পানিতে ডুবে ২ যমজ শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে প্রবাসীর ৪ বছর বয়সের ২ যমজ ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ২ সন্তানের নাম রাইয়ান ও রাদিয়ান। এ ঘটনাতে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুদের বাবা মো: বাচ্চু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। ২ মাস আগে দেশে ফিরে আসেন ভারসাম্যহীন স্ত্রী রীমা বেগমের চিকিৎসার জন্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মো: মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া রবিবার ভোরে স্ত্রীকে ঘরে না দেখে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ পর বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন তার ২ যমজ শিশু পানিতে পড়েছে। এ সময় বাচ্চু মিয়া ও পরিবারের লোকজন ২ শিশুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, নিহত শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।