অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চারজন শীর্ষ নেতা। শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। একই তথ্য বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও জানানো হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় তারা যমুনা অতিথি ভবনে প্রবেশ করেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন অধ্যাপক ইউনূস। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিএনপির পর জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকগুলোকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।