যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: হানিফ (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, গত শুক্রবার হানিফ হামলার শিকার হন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হানিফ যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে একটি দোকানে কাজ করতেন। শুক্রবার (০৮ মার্চ) কাজের সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে জোর পূর্বক সিগারেট নিয়ে চলে যায়। এসময় হানিফ তাদের বাধা দেন। পরে দুর্বৃত্তরা চলে যেতে চাইলে পেছনে ধাওয়া করেন হানিফ।
এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হানিফকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার মারা যান।