ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ( জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে নিয়ে চারদিকে ষড়যন্ত্র চলছে। নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন। তবে এই দেশের মানুষ কৃতদাসের শাসন বরদাশত করে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, একটা গোষ্ঠী ১ মাসের আন্দোলনকেই বেশি প্রাধান্য দিতে চায়। তবে তারা অতীত দেখতে চান না। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এক মাসের বাইরে যাননি। এক মাসের মধ্যে মাস্টারমাইন্ড বের করেছেন। তিনি ১ মাসের মধ্যে মাস্টারমাইন্ড বের করলেন। অথচ ৬ মাস কেন লাগলো জিনিসপত্রের দাম কমাতে!
তিনি বলেন, ছাত্রদের ওপর ভর করে ক্ষমতায় গিয়ে রাজনীতিবিদদের ছোট করবেন না। সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতিবিদরা তৈরি করেছেন। তাই যারা রাজনীতিবিদদের ছোট করছেন, তারা স্বৈরতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরছেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। দেশে যত দিন পর্যন্ত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে বলে।