অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুরে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর লালবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মডার্ন মোড়ে এসে থামে। পরে সেখানে সমাবেশ করে ছাত্র-জনতা।
সমাবেশে রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরার আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। যার প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার বিপ্লব সংগঠিত হল এখন সেই আবু সাইদের রংপুরই বৈষম্যের শিকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনও সরকারের উপদেষ্টা পরিষদে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিতর্কিত কিছু ব্যাক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাই অবিলম্বে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি। এসময় মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ চলে। তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রংপুরের ছাত্র-জনতারা।